৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

প্রিয়া ‘হত্যা’র বিচার দাবিতে মাগুরায় মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদরের বাঁশকোটা গ্রামের প্রিয়া বিশ্বাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। নিহত প্রিয়া বিশ্বাস আঠারোখাদা ইউনিয়নের বাঁশকোটা গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের মেয়ে।
মানববন্ধনে আসা প্রিয়া বিশ্বাসের বাবা মনোরঞ্জন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘দেড় বছর আগে আমার মেয়ে প্রিয়ার সঙ্গে শ্রীপুরের চররামচন্দ্র গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে সজীবের বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর যৌতুক হিসেবে আমার কাছে মোটরসাইকেল ও নগদ দুই লাখ টাকা দাবি করে সজীব। কিন্তু আমরা দরিদ্র পরিবার। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সময় চাওয়া হয়। এদিকে যৌতুকের টাকা না পেয়ে দিনের পর দিন প্রিয়ার ওপর নানা শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে সজীব। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর সজীব ও তার পরিবার আমার মেয়েকে হত্যা করে। এ বিষয়ে আমি আদালতে মামলা করি। মূল আসামি সজীব ধরা পড়লেও সঠিক বিচার পাচ্ছি না।
মামলা তুলে নিতে সজীবের পরিবারের পক্ষ থেকে আমাদের নানা হুমকি দেয়া হচ্ছে। অবিলম্বে মূল আসামিকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা শাখার সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, লিগ্যাল এইডবিষয়ক সম্পাদক খালেদা হাসিনা প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদ, মাগুরা শাখার শতাধিক সদস্য, বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা ও প্রিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জব্বারুল ইসলাম বলেন, ‘এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা আমরা বলতে পারব না। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়