৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য সামনে নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে র‌্যালি, ক্রেস্ট প্রদান ও কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়। নিচে এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : নওগাঁয় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান। সার্কিট হাউস থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমবায় অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতি, শ্রেষ্ঠ সমবায়ী এম মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। পরে সরকারকে দেয়া সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি সমবায় প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
নাটোর : জেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদসহ অন্যরা।
রাজশাহী : রাজশাহীতে দিসবটি উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের শক্তিকে উপলব্ধি করে স্বাধীনতার পর থেকেই সমবায় আন্দোলনকে জোরদার করার জন্য কাজ করেছেন।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত জিআইজি মো. রাশেদুল হাসান, আরএমপির অতিরিক্ত কমিশনার বিজয় বসাক। অনুষ্ঠানে রাজশাহী সমবায়ী বিভাগের যুগ্ম নিবন্ধক মো. আব্দুল মজিদ স্বাগত বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী বিভাগের সমবায়ীরা উপস্থিত ছিলেন। পরে সফল সমবায়ীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
মাগুরা : সমবায় দিবস উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার সমবায় অফিসের আয়োজনে জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমীন মনিরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, থানার ওসি মো. বিশারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাসুদেব কুণ্ডু, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শ্যামল কুমার দে, শিক্ষক সমিতির সভাপতি মো. বাহারুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. আবু জাফর লাল। অনুষ্ঠানে প্রায় ২ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন থেকে র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র‌্যালি শেষ হয়। পরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
এ সময় বক্তব্য দেন- ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বেউল্লাহ মানিক, আওতাপাড়া সমবায় সমিতির সভাপতি পারভীন আক্তার, ফ্রেন্ডস ৮৩ সমিটির সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ। পরে স্বপ্নীল সঞ্চয় ঋণদান সমবায় সমিতি, প্রমিনেন্ট সেভিংস বহুমুখী সমবায় সমিতি ও কাব্য সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শ্রেষ্ঠ করদাতার মর্যাদা লাভ করায় ক্রেস্ট দেয়া হয়।
চান্দিনা (কুমিল্লা) : চান্দিনায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরজাহান আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন, চান্দিনা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি দীপক আইচ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতির লিং এর সভাপতি জান্নাতুল ফেরদৌস, দিগন্ত সঞ্চয় ঋণদান সমবায় সমিতির লিং সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : কটিয়াদীতে সমবায় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠক ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সাংবাদিক সারোয়ার হোসেন শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জালাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মস্তোফা, কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক মাইনুল হক মেনু, মিয়া মোহাম্মদ ছিদ্দিক প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট) : পাঁচবিবিতে সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট সামছুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মণ্ডল, থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ।
ঝিকরগাছা (যশোর) : ঝিকরগাছায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) অধ্যাপক নাসির উদ্দিন। উপজেলা সমবায় অফিসার সালাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা জামাল, এডভোকেট আব্দুল কাদের আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
এ সময় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম মেজবাহ আহম্মেদ, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি এমামুল হাবিব সবুজ, জেডিওর নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, খিয়া সমবায় সমিতির সভাপতি মুজিবুল হক, সমবায়ী আব্দুস সামাদ, নাসরিন নাহার আশা, সুমন হোসেন সাদ্দাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়