৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

ঝিকরগাছায় হাডুডু খেলা দেখতে মানুষের ঢল

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরে আনতে যশোরের ঝিকরগাছায় হাড়িয়াদেয়াড়া গ্রামবাসীর উদ্যোগে ১৬ দলীয় হা ডু ডু বা কাবাডি টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। গত শুক্রবার বিকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমানের স্মরণে মদনপুর গ্রাম একাদশ এবং লক্ষীপুর গ্রাম একাদশের মাঝে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মদনপুর গ্রাম একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল বারিক, শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুর রহমান বরি, শ্রমিকনেতা রাসেল আল মামুন স্বপন প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন আবু বাক্কার। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য মো. ইদ্রিস গাজী। উল্লেখ্য, খেলা শুরুর আগে প্রধান অতিথি সংসদ সদস্য হাড়িয়াদেয়াড়া-শ্রীরামপুর পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়