৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

জিতলে সেমি নিশ্চিত প্রোটিয়াদের

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের খেলা জমে উঠেছে। আজ বি-গ্রুপের খেলায় নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলে সেমিফাইনাল নিশ্চিত আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায় এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে টেম্বা বাভুমার দল।
অ্যাডিলেডে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে দক্ষিণ আফ্রিকা- নেদারল্যান্ডস ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে ১০৪ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে তারা। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় প্রোটিয়ারা। তবে শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় তাদের অপরাজিত যাত্রা রোধ হয়। বি-গ্রুপে সব দলই খেলেছে ৪টি করে ম্যাচ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এদিকে বিশ্বকাপ মঞ্চে এবার ৪ ম্যাচ খেলে দুই জয়, এক হার ও ১ পরিত্যক্ততে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় আছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতবে দল এমন আশা দলের স্পিনার কেশব মহারাজের। তিনি বলেন, গত আসরের স্মৃতি এখনো আমরা ভুলিনি। রান রেটে পিছিয়ে থাকায় সেমিতে উঠতে পারিনি আমরা। এবার আমাদের সামনে একটাই সমীকরণ জিতে সেমির টিকিট নিশ্চিত করা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে সেরা পারফরমেন্স দিয়ে জয় তুলে নিতে চাই আমরা।
অন্যদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানের হার দিয়ে আসর শুরু করে নেদারল্যান্ডস। পরের দুই ম্যাচে ভারতের কাছে ৫৬ রানে ও পাকিস্তানের কাছে ৬ উইকেটে ম্যাচ হারে নেদারল্যান্ডস। টানা তিন ম্যাচ হারে সেমির আশা শেষ হয়ে যায় তাদের। এরপর শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেচে হারায় তারা। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করতে চায় ডাচরা। দলের টপ অর্ডার ব্যাটার টম কুপার বলেন, সুপার টুয়েলভে প্রথম তিন ম্যাচ হারার পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। ওই জয় শেষ ম্যাচে কাজে দেবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই আমরা।
টি-টোয়েন্টিতে একবার দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের। সেটি ২০১৪ সালের বিশ্বকাপে। প্রতি›দ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে ৬ রানে জিতেছিল প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেনডিক্স, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, রাইলি রুশো, ওয়াইন পারনেল, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্যান বেক, টম কুপার, ব্র্যান্ডন গেøাভার, টিম ভ্যান ডার গুগেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিট, পল ভ্যান মিকেরেন, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, স্টেফান মাইবার্গ, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডাউড, টিম প্রিংলে এবং বিক্রম সিং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়