৪০তম বিসিএস : নন-ক্যাডারদের সাংস্কৃতিক প্রতিবাদ মোমবাতি প্রজ্বালন

আগের সংবাদ

ঝুলে গেল সমন্বিত তিস্তা প্রকল্প : ভূরাজনৈতিক চাপের কারণে এই প্রকল্প এগিয়ে নিতে আগ্রহ হারিয়েছে সরকার, এখনো হাল ছাড়েনি চীন

পরের সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি : চার নেতাকে হত্যা ইতিহাসের নিষ্ঠুরতম জেল হত্যাকাণ্ড

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা ইতিহাসের নিষ্ঠুরতম জেল হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘জাতীয় চার নেতার প্রত্যেকেই ছিলেন গভীর দেশপ্রেমিক। কতটা অকৃতজ্ঞ জাতি হলে দেশসৃষ্টির লড়াই-সংগ্রামে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে জেলখানার মতো নিরাপদ জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়!’ গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘জেল হত্যা: মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি নির্মূলে ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। বিজ্ঞপ্তি
উপাচার্য বলেন, ‘যারা জাতিরাষ্ট্র সৃষ্টি করেছেন, তাদের বিনা বিচারে নিষ্ঠুরভাবে একের পর এক হত্যা করা হলো। এমন নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রাজনৈতিক মতাদর্শের লোকেরা আজকে যদি সমাবেশের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, মুক্তির কথা বলে সেটি বড়ই লজ্জার। আপনারা ইতিহাসের দিকে তাকান। আপনার অতীতের লোকেরা যারা ক্ষমতায় ছিল, তারা জাতির পিতাকে সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করার পর তাঁর ঘনিষ্ঠ চার অনুসারীকে হত্যা করলো।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আক্তার, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন মানিক, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল-মামুন, রেহান সোবহান, সাংগঠনিক সম্পাদক ড. লিয়াকত হোসেন মোড়ল, লুৎফর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়