নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

রাজধানীর উত্তরায় বায়িং হাউসে ছয় ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এর সঙ্গে জড়িত বা কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গতকাল শুক্রবার রাতে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে ফ্যাশন ভিলেজ নামে একটি বায়িং হাউসের রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বায়িং হাউসের পিয়ন হাবিবুল্লাহ ও সিহাব নামে অপর এক কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ককটেল কীভাবে এলো ও কীভাবে বিস্ফোরিত হলো তা স্পষ্ট হওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়