নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

মাহমুদুর রহমান মান্না : গণঅভ্যুত্থানের মতো মানুষ অংশ নিচ্ছে সমাবেশে

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজপথের বিরোধী দল বিএনপির জনসমাবেশের আগে সবকিছু বন্ধ, তারপরও মানুষ ¯্রােতের মতো সমাবেশে যাচ্ছে। এরা সবাই কিন্তু বিএনপির সমর্থক নয়। জিনিসপত্রের দাম কমার দাবিতে সাধারণ মানুষও এসব সমাবেশে যোগ দিচ্ছে। মানুষ যেভাবে জনসমাবেশে অংশ নিচ্ছে এটা অভ্যুত্থানের মতোই। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। ৫০তম সংবিধান দিবস উপলক্ষে ‘সংস্কার কেন প্রয়োজন এবং কীভাবে সম্ভব’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
মানুষ এখন ক্ষমতাসীনদের অত্যাচারে জর্জরিত উল্লেখ করে মান্না বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষের এমন অবস্থা যে, এখন যাকে পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, কারণ তাদের তো বাঁচতে হবে। সংবিধানে পরিবর্তন আনা প্রয়োজন জানিয়ে মান্না বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে জেনে বুঝে ধীরে এগিয়ে যেতে হবে। মানুষকে দ্রব্যমূল্য বেশির কথা বলে আন্দোলনে আনতে পারবেন। কিন্তু সংবিধান বুঝিয়ে আন্দোলনে আনা কষ্টকর। সংবিধান বদলানো দরকার তারা সেটা বুঝবে না। বেশিরভাগ লোকই সংবিধানের ধারা সম্পর্কে জানে না। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সভাপতি শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়