নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

বাঁচতে হলে খুনি হতে হবে!

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রেমের ফাঁদে পড়ে চরম সর্বনাশের মুখে রাজকুমার রাও। পরিস্থিতি এমনই, নিজেকে বাঁচাতে হলে খুনি হতে হবে! কিন্তু কাউকে হত্যা করে শেষমেশ নিজেকে বাঁচাতে পারবেন তিনি- এমনই কিছু প্রশ্ন উঠে এলো ভাসান বালার আসন্ন ডার্ক কমেডি ‘মনিকা ও মাই ডার্লিং’-এ। গত সোমবার প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। মনিকা হিসেবে ধরা দিয়েছেন হুমা কুরেশি। ক্যাবরে ডান্সারের চরিত্রে রয়েছেন হুমা। দুই মিনিটের ট্রেলার জুড়ে ভরপুর রহস্য আর রোমাঞ্চ! এই ছবির ট্রেলার দেখলে অনেকেরই ‘অন্ধাধুন’-এর কথা মনে পড়বে। ট্রেলারের শুরুতেই দেখা গেল, হুমা কুরেশি ক্যাবরে নাচছেন। এরপর তার গলায় ভেসে উঠে একটি সংলাপ- ‘জয়ন্ত আতরেকর পুলিশ তোমার অপেক্ষা করছে’। এরপরই দেখা মেলে রাজকুমারের। হুমার বিরুদ্ধে একরাশ অভিযোগ তার। কেন হুমা তাকে ব্ল্যাকমেইল করছে জানতে চায় সে। প্রেমে কেন ধোঁকা খেল সে? উত্তর খোঁজার চেষ্টায় জয়ন্ত (রাজকুমার)। এরপর গল্পে এন্ট্রি সিকন্দর খেল এবং ভাগবতী পেরুমালের। তারা দুজনেই সাফ জানায়, মনিকার শিকার তারাও। মনিকার এই ব্ল্যাকমেইল থেকে বাঁচতে একটাই উপায়, দুনিয়া থেকেই সরিয়ে দিতে হবে তাকে। এরপর মনিকাকে খুনের একটার পর এক ছক, সবটাই বানচাল হয়ে যাচ্ছে- এর মাঝেই ঘটল খুনের ঘটনা। কিন্তু কার খুন হলো তা ট্রেলারে স্পষ্ট নয়। সেই হত্যা রহস্যের তদন্তে এসিপি নাইডু, যে চরিত্রে রয়েছেন ভার্সেটাইল রাধিকা আপ্তে। তারপর শুরু পুলিশ আর খুনির লুকোচুরি খেলা। কিন্তু সত্যি কি খুন করেছে জয়ন্ত? মনিকা কি সত্যি মৃত? নাকি এর পিছনেও রয়েছে অন্য কোনো রহস্য। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ১১ নভেম্বর। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়