নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

গফরগাঁও : শিক্ষার্থীদের বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : গফরগাঁওয়ে এডভোকেট শাহাব উদ্দিন কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ এ কে এম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের এইচএসটিটিআইর সাবেক পরিচালক প্রফেসর মেজর (অব.) আজিজ আহমেদ সাদেক রেজা। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম ও প্রভাষক শারমিন আক্তার। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক লুৎফর রহমান।
জানা গেছে, বিগত বছরে শতভাগ পাসের সুনাম অর্জনকারী কলেজটিতে ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ৮৮।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়