নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি : যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের দাবি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার জাতীয়করণসহ একটি যুগোপযোগী বৈষম্যহীন অসা¤প্রদায়িক সর্বজনীন বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা এবং শিক্ষকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন। গতকাল শুক্রবার নভেম্বর সকাল ১০টায় সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. আবিদুর রহমান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অজয় কুমার রায়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, প্রধান বক্তা ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. শামসুল ইসলাম, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ড. মো. আবুল কাশেম প্রমুখ।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. আবিদুর রহমান ও অধ্যাপক কাশমির রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাখায়াত হোসেন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা দেশে একটি অস¤প্রদায়িক গণতান্ত্রিক অভিন্ন বৈষম্যহীন বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জোরদার সংগ্রাম করার আহ্বান জানান। তারা বলেন, বিজ্ঞানমনস্ক, অসা¤প্রদায়িক, বৈষম্যহীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়