নিশ্চিত মৃত্যু থেকে ইমরান খানকে বাঁচালেন এক যুবক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে সন্দেহের তীর

আগের সংবাদ

এ মরণফাঁদ থেকে মুক্তি মিলবে কবে?

পরের সংবাদ

অর্ধকোটি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ : পাঁচ চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : অর্ধকোটি টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে অজ্ঞাতনামা একজনসহ ৫ চীনা নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- চেন ইয়াং, ইয়ান লিউ জুন, জাহো ইউকিন ও লিউ জিয়ানু। ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানায় স্বদেশী ৫ জনের বিরুদ্ধে মামলা করেন অপর চীনা নাগরিক জিলিন। গতকাল শুক্রবার ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
মামলার এজাহার থেকে জানা যায়, সিউলমার্টে চাকরি করার সময় লি ওয়েন জিং সেখান থেকে নগদ টাকা দিয়ে অনেক পণ্য কেনাকাটা করত। তখন মামলার বাদী জিলিনের সঙ্গে তার পরিচয় হয়। অনেক পণ্য কেনাকাটা করায় লি ওয়েন জিংকে কম দামে চীন থেকে পাইকারি পণ্য এনে দিতে পারবে বলে জানায় জিলিন। এ প্রস্তাবে রাজী হয়ে গেলে চীনভিত্তিক সমাজিক যোগাযোগ মাধ্যম উয়ি-চ্যাট গ্রুপের মাধ্যমে চীনা নাগরিক চেন ইয়াংয়ের সঙ্গে পরিচয় হয় জিলিনের। চলতি বছরের গত ৩১ সেপ্টম্বর মামলার বাদী চায়না হোলসেল মার্কেট থেকে লি ওয়েন জিংয়ের জন্য ৫০ লাখ টাকার পণ্য কিনতে চান বলে তাকে জানায়। তখন চেন ইয়ান টাকা নিয়ে তার কাছে কাছে থাকা চীনা মুদ্রা দিয়ে পণ্য কিনে দিতে পারবে বলে জানায়। এরই পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১ নভেম্বর উত্তরা পশ্চিম থানাধীন ৩ নম্বর সেক্টরস্থ ৮ নম্বর রোডের ২১ নম্বর বাসার নিচতলায় অবস্থিত চায়না হোটেল হুয়াজিংয়ে আসার কথা জানান চেন ইয়াং। তবে ওইদিন তিনি না এসে ইয়ান লিউ জুন নামে এক চীনা নাগরীক তার স্ত্রী জাহো ইউকিনকে পাঠায় সে। পরে তারা টাকা নেয়ার জন্য তাড়াহুড়া করতে থাকে। এসব দেখে চেন ইয়াং ছাড়া টাকা দেয়া হবে না জানালে তারা ভয় দেখিয়ে ধাক্কা দিয়ে ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাদী জিলিন জানান, অভিযুক্তরা প্রতারক চক্রের সদস্য। তারা কৌশলে প্রতারনার মাধ্যমে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে তার একাউন্টে আরএমবি না দিয়ে ৫০ লাখ টাকা নিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়