বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিং, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান এই প্রতিযোগিতা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান এবং দেশের শুটাররা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২২ সমাপনী অনুষ্ঠানের আগে সেনাবাহিনী প্রধান সেনা ক্রীড়া দলসমূহের উন্নত প্রশিক্ষণের জন্য নবনির্মিত এএসসিবি মাল্টিপারপাস বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, পিএইচডি; অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক, এসইউপি, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এবং সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের অন্য কর্মকর্তারা এবং অংশগ্রহণকারী সব প্রতিযোগী ও অফিশিয়ালরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চট্টগ্রাম শুটিং ক্লাব ২৫৭১.০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ঘাটাইল শুটিং ক্লাব ২৫৬৮.০১ পয়েন্ট পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনীর সাভার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর এবং রংপুর অঞ্চলের ১৪ জন মহিলা শুটারসহ সর্বমোট ৭৫ জন সেনা শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত ২টি ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য সৈনিক মো. ইউসুফ আলী, ১৭ পদাতিক ডিভিশন সার্বিকভাবে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন।
এই প্রতিযোগিতায় সর্বমোট ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর হতে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সেনাসদস্যদের মধ্যে শারীরিক উৎকর্ষতা, নিপুণ লক্ষ্যভেদ ও প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়