বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

পুরনো সূচিতে ফিরল ব্যাংক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। সরকারি অফিসে নতুন সময়সূচির পর এবার ব্যাংকেও নতুন সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৫ নভেম্বর থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, ‘সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা, বুথ আগের মতোই সবসময় খোলা থাকবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে নতুন ঘোষিত নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়