বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

কমলগঞ্জের সীমান্ত থেকে বন্দুকসহ ৪ ভারতীয় আটক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার সীমান্তবর্তী একটি চা বাগান থেকে বন্দুকসহ চার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সমভ্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ইসলামপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে ভারতীয় ছয় নাগরিক। পরে ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা বাঘাছড়া চা বাগান থেকে ছয়টি বন্দুকসহ চারজনকে আটক করে। এ সময় দুইজন পালিয়ে যায়। ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, বিকালে ভারতীয় নাগরিকদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, আটক চারজন বন্যপ্রাণী শিকারের উদ্দেশে ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ বিষয়ে মামলা হলে পরবর্তীতে তদন্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়