বাংলা একাডেমির তিনটি পুরস্কার ঘোষণা

আগের সংবাদ

মহাসড়কে পদে পদে মরণফাঁদ :

পরের সংবাদ

এইচএসসি পরীক্ষা : কোটচাঁদপুরে বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি : জেলার কোটচাঁদপুরে ঘাগা-তালসার ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কোটচাঁদপুর উপজেলার ঐতিহ্যবাহী ঘাগা-তালসার ডিগ্রি কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘাগা-তালসার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গভর্নিং বডির সভাপতি নুরুল ইসলাম। অধ্যক্ষ মো. আব্বাস আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতি লাভ করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তিনি সব পরীক্ষার্থীর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গভর্নিং বডির সদস্য আব্দুস সালাম, রোকনুজ্জামান মিলন, সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, জালালপুর দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ হুসাইন, পরীক্ষার্থীদের পক্ষে ইউসুফ আলী, লাবনী আক্তার। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাগা-তালসার ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়