জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

বিরতিহীন সাড়ে ৮ হাজার মাইল উড়ল পাখি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : শীত মৌসুমে পরিযায়ী পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি জমায়। মূলত প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতেই পাখিদের এ যাত্রা। তাই বলে একটি পাখি একটানা উড়ে যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাবে, এমনটা হয়তো ভাবতে পারবেন না কেউ। স¤প্রতি এমনটাই ঘটেছে। এই যাত্রায় পাখিটি বিরতিহীনভাবে প্রায় সাড়ে আট হাজার মাইল পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়েছে। এবারের গরমের মৌসুমে বার-টেইলড গডউইট পাখিটি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের আলাস্কায় দেখা গিয়েছিল। লম্বা পায়ের এ প্রজাতির পাখি মূলত আলাস্কা ও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে বেশি দেখা যায়। ওই সময় পাখিটির শরীরে একটি জিপিএস ট্র্যাকিং যন্ত্র ও ছোট আকারের একটি সোলার প্যানেল বসিয়ে দেয় গবেষকদের একটি দল। উদ্দেশ্য ছিল, শীতের শুরুতে পাখিটি কত দূর উড়ে যায়, তা পর্যবেক্ষণ করা। গবেষকেরা জানান, গত ১৩ অক্টোবর পাঁচ মাস বয়সী এই পাখি আলাস্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউকো-কুসকোকউইম বদ্বীপে অবস্থান করছিল। এরপর উড়াল দেয় পাখিটি। ঠিক ১১ দিন পর ২৪ অক্টোবর পাখিটি উড়ে আসে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে। এই যাত্রায় পাখিটি কোনো বিরতি নেয়নি। একটানা উড়েছে অন্তত ১৩ হাজার ৫৬০ কিলোমিটার বা ৮ হাজার ৪৩৫ মাইল। জার্মান প্রতিষ্ঠান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অরনিথোলজি এই তথ্য জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়