জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

বিজয় দিবস : অনুষ্ঠান আয়োজনে অনুমতির প্রজ্ঞাপন বাতিলের দাবি

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মহান বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সরকারি অনুমতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিস্ময় প্রকাশ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বুধবার জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহ এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য এবং আদর্শ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ফল সবাই বললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যত এক্ষেত্রে নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সামাজিক মূল্যবোধ, নীতি নৈতিকতা, অসা¤প্রদায়িক চেতনা এবং বৈষম্যহীন স¤প্রীতির সমাজ নির্মাণে সংস্কৃতির গতিপথকে রুদ্ধ না করে বিধি-নিষেধ প্রত্যাহার করে সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়