জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

এমআইইউতে ভর্তি মেলা শুরু

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) স্প্রিং ২০২৩ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। দশ দিনব্যাপী এ মেলা চলবে ১০ নভেম্বর ২০২২ পর্যন্ত। এ উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন যারা নেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। বিজ্ঞপ্তি
মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশীদ, ইংরেজি বিভাগের প্রধান আহমাদ মাহবুব-উল-আলম, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগীস সুলতানা চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলম, সিএসই বিভাগের প্রধান মুহাম্মদ রফিকুল ইসলাম, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, ইইই বিভাগের প্রধান কে. এম. আকতারুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জাামান, সেন্টার অব জেনারেল এডুকেশনের কোঅর্ডিনেটর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদ, অ্যাডমিশন, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টেস অ্যাফেয়ার্সের অ্যাডিশনাল ডিরেক্টর আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়