জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

আগের সংবাদ

বিএনপি বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদাকে

পরের সংবাদ

উপজেলা ও পৌরসভা নির্বাচন : আ.লীগের ৬ ও স্বতন্ত্র ৩

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : দেশের ৪ পৌরসভা, ৭ উপজেলা পরিষদ ও ৮৯ ইউপিতে গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপজেলা পরিষদের মধ্যে পাঁচটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের ৩ প্রার্থী ও স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া এক উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। চার পৌরসভার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এদিকে বিশ্বনাথ পৌরসভায় পুলিশের ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩

সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
খোকসা (কুষ্টিয়া) : খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আকতার সাড়ে ৭ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৪০ কেন্দ্রের ২,৫০৬ ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকমল হোসেন এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ তালহা আলম।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী ৩,৬৭০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ৫৩৫। নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মজিবর রহমান বঙ্গবাসী পেয়েছেন ১৬ হাজার ৮৬৫ ভোট।
চিলমারী উপজেলা পরিষদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রভাষক রোকনুজ্জামান শাহিন (আনারস মার্কা) ১,৮৪৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ২০৬। নিকটতম প্রতিদ্ব›দ্বী মুহাম্মদ সোলাইমান আলী (নৌকা মার্কা) পেয়েছেন ১৪ হাজার ৩৬২ ভোট।
নেত্রকোনা : সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক।
বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত এবার। এ নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান বিজয়ী হয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এদিকে দুপুরে পৌরসভার একটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ তাদের ধাওয়া দিলে একজন আহত হন। এ সময় চারজনকে আটক করে পুলিশ। আহত আবু সাইদ (৩৫) পৌরসভার জানাইয়া মশুলা গ্রামের তুতা মিয়ার ছেলে ও কাউন্সিলর প্রার্থী আব্দুস সালামের চাচাতো ভাই।
পার্বতীপুর (দিনাজপুর) : পার্বতীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মো. আমজাদ হোসেন (নৌকা) ১২ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক পেয়েছেন ৯ হাজার ২২১ ভোট।
ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ইসমাইল হোসেন ১২,০৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোবাইল প্রতীকের মিনহাজুল ইসলাম জসীম পেয়েছেন ৬৮৮৯ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সেলিনা বেগম, ফিরোজা বেগম ও রোকেয়া বেগম।
ওসমানীনগর (সিলেট) : ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাহানারা বেগম।
জামালপুর : জামালপুরের হাজরাবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪,৩৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সামছুজ্জামান। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২,৮৪৯ ভোট।
এছাড়া আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭,৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খোকা। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রফিকুল ইসলাম চান পেয়েছেন ৩,৬৫৫ ভোট।
এদিকে ফুলকোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. কামাল উদ্দিন পেয়েছেন ১,৯৬৮ ভোট।
গজারিয়া (মুন্সীগঞ্জ) : গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- সোহেল রানা (৩৬), সাইফুল সর্দার (৪৫) ও ফারুক (৩২)। এদিকে হোসেন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সোহেল রানা (৩৬), সাইফুল সর্দার (৪৫) ও ফারুক (৩২)। প্রত্যক্ষদর্শী হোসেন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস মোল্লা ও হামলায় আহতদের সাথে কথা বলে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে ইসমানীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকরা শটগানের গুলি ছুড়লে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুব মিয়ার ৩ সমর্থক গুলিবিদ্ধ হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কান্তা রানী দাস বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ইউপি সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মদন (নেত্রকোনা) : মদন উপজেলার নায়েকপুর ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া ৩ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ক্ষেতলাল (জয়পুরহাট) : ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে বোরহান উদ্দীন ফকির ৬ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তুলসীগঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
যশোর প্রতিনিধি : সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহারুল ইসলাম।
খুলনা : দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গাজী সাহাগীর হোসেন ৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস পেয়েছেন ৩০০ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়