সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৯৩ বার

আগের সংবাদ

গ্যাস সংকট তীব্র হওয়ায় শঙ্কা : ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বিতরণ ২৬০ কোটি ঘনফুট

পরের সংবাদ

রায়পুরায় দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মেলা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : প্রান্তিক শিশুদের শিক্ষা অধিকারে সমন্বিত উদ্যোগে অধিকার প্রকল্পের আয়োজনে নরসিংদীর রায়পুরায় দিনব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলার চানপুর ইউনিয়নের ৮৮নং সদাগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এ সময় তিনি শিক্ষা মেলায় অবস্থিত ৯টি স্টল পরিদর্শন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলানীড় বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর তোমাকো উচিয়ামা, পাপড়ি অধিকার প্রকল্প নরসিংদীর নির্বাহী পরিচালক আবু বাছেদ, রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন। এছাড়া চানপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা মেলায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়