সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৯৩ বার

আগের সংবাদ

গ্যাস সংকট তীব্র হওয়ায় শঙ্কা : ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বিতরণ ২৬০ কোটি ঘনফুট

পরের সংবাদ

মানবদেহের ১৪টি মজার তথ্য

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বন্ধুরা, আমাদের শরীরের বিষয়ে ১৪টি চমকপ্রদ তথ্য জানলে
একই সঙ্গে মুগ্ধ ও বিস্মিত হবে। চলো তবে জেনে নিই-

** একটি চুল ঝুলন্ত আপেলের ওজন ধরে রাখতে পারে। তবে বিজ্ঞানীরা আপেলের আকার নির্দিষ্ট করেননি।

** একজন মানুষের মুখে যে পরিমাণ ব্যাকটিরিয়া থাকে তা পৃথিবীর মোট লোকসংখ্যার সমান বা তারও বেশি।

** মস্তিষ্কের স্পন্দনের গতি ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার।

** মাত্র একদিনে আমাদের রক্ত ১৯৩১২ কিলোমিটার দূরত্ব দৌড়ায়।

** মানবদেহের সব স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।

** একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।

** মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা
রঙের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্কের সব মনে রাখতে
পারে না।

** আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর এক মিলিমিটারের এক-চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায়।

** আমাদের হৃদপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার বিট দেয়।

** মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম হয়।

** একজন মানুষ তার জীবনে গড়পড়তায় প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।

** আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে।

** মানুষের হাঁচির গতি ঘণ্টায় ১৬০ কিমি।

** হাসিতে মুখের ১৭টি পেশিকে ‘ট্রিগার’ করে। অন্যদিকে কান্নায় ৪৩টি পেশি সক্রিয় হয়ে উঠে। তাই বেশি বেশি হাসো।

:: আহমেদ শাকিল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়