সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৯৩ বার

আগের সংবাদ

গ্যাস সংকট তীব্র হওয়ায় শঙ্কা : ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বিতরণ ২৬০ কোটি ঘনফুট

পরের সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওয়াবদা রোডের একটি বাসার চতুর্থ তলা থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্বজনরা জানান, পিরোজপুরের নাজিপুর উপজেলার কাটবুনিয়া গ্রামের জসিম উদ্দিন হাফিজের ছেলে নাদিম।
নাদিমের মামা মো. সাইফুল ইসলাম জানান, দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল নাদিম। রামপুরা ওয়াবদা রোডে পরিবারের সঙ্গে থাকতেন। গত সোমবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল ১০টার দিকে নাদিমের মা নাদিমকে ঘুম থেকে উঠার জন্য ডাকতে যান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি।
তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান, নাদিম ফ্যানের সঙ্গে নিজের পড়নের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। সাইফুল আরো বলেন, নাদিম খুব চাপা স্বভাবের ছিলেন। কেন সে গলায় ফাঁস নিয়েছে সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে বাসার ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়