সাগর-রুনি হত্যা মামলা : তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল ৯৩ বার

আগের সংবাদ

গ্যাস সংকট তীব্র হওয়ায় শঙ্কা : ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বিতরণ ২৬০ কোটি ঘনফুট

পরের সংবাদ

বাংলাদেশ সফরে ভারতীয় দল ঘোষণা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারত। এরপর ২৭ ডিসেম্বর বাংলাদেশ ছাড়বে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওডিআইতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
তাই দুই ফরম্যাটের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুদলের নেতৃত্বেই থাকবেন রোহিত শর্মা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দুই সংস্করণের দলেই রয়েছেন তিনি। এছাড়া ওয়ানডে ও টেস্ট দলে রয়েছেন লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ। এর আগে সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে সাত বছর পর ঢাকায় পা রাখবে বিরাট কোহলি-রোহিত শর্মারা। ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে সিরিজ হেরেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল। সেই সময় টিম ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
এছাড়া ৩টি ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর ২ টেস্টের একটি চট্টগ্রামে ও একটি মিরপুরে হবে। তবে বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবার সফরে ৪, ৭ ও ১০ ডিসেম্বর টাইগারদের বিপক্ষে মিরপুরে ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। এরপর টিম ইন্ডিয়া চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। এরপর ২২-২৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্টে লড়াই করবে বাংলাদেশ-ভারত। দুটি টেস্ট দুদলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তাদের জয়ের শতাংশের হার ৫২.০৮। আর তালিকায় সবার শেষে আছে বাংলাদেশ। টাইগারদের জয়ের শতাংশের হার ১৩.৩৩। বিশ্ব টেস্ট ফাইনালে পৌঁছাতে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। তাছাড়া এক পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে ভারতের বিপক্ষে এখনো কোনো টেস্ট জিততে পারেনি টাইগাররা। এর আগে ২০০০-২০১৫ সাল পর্যন্ত সাদা পোশাকে ৮ বার দুদল মুখোমুখি হয়। যেখানে ৬ বারই জিতেছে ভারত। বৃষ্টির কারণে ২ বার ড্র হয়েছে। আর ঘরের মাঠে ১৯৮৮-২০১৫ সাল পর্যন্ত ভারতের বিপক্ষে ২২টি ওয়ানডে খেলেছে টাইগাররা। যেখানে ভারত ১৭ ও বাংলাদেশ ৪টি জিতেছে। আর একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। যাইহোক, ওয়ানডেতে টাইগাররা এখন বেশ শক্তিশালী। তামিম ইকবাল বাহিনীর বিপক্ষে জয় তুলে নেয়া বেশ কঠিন।
ভারতের ওয়ানডে স্কোয়াড : রাহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।
ভারতের টেস্ট স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, স্রিকার ভরত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়