স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

৬ দফা দাবি : চবির হলে তালা দিল ছাত্ররা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চবি প্রতিনিধি : পানির সমস্যা নিরসন, খাবারের মান বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত আবাসিক হলে তালা লাগিয়ে আন্দোলন করেছে ছাত্ররা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে প্রভোস্টের আশ্বাসে বিকাল ৩টার দিকে ওই তালা খুলে দেয় আন্দোলনরত ছাত্ররা।
ছাত্রদের দাবিগুলো হলো- হলের পানির সমস্যা নিরসন, খাবারের মান বৃদ্ধি, ইন্টারনেটের গতি বাড়ানো, পাঠকক্ষের সংস্কার, হলের কক্ষ সংস্কার এবং নিয়মিত শৌচাগার পরিষ্কার করা।
আন্দোলনরত ছাত্ররা জানান, শাহ আমানত হলের বর্ধিত অংশে নিয়মিত পানি থাকে না। এমনকি টানা পাঁচদিনও পানি থাকে না। পরিচ্ছনতা কর্মীরা ঠিকমতো কাজ করেন না। এ বিষয়ে অনেকবার হল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান হয়নি। এ কারণে আন্দোলন করেছে তারা।
শাহ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে। আশা করি, এক সপ্তাহের মধ্যেই পানির সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য আমরা হল শিক্ষকদের দায়িত্ব দিয়েছি। তারা সপ্তাহে তিন দিন হলে খাবার খাবে এবং মান যাচাই করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়