স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

১০ টাকার চাল থেকে বঞ্চিত দরিদ্ররা : নবাবগঞ্জের কুশদহ ইউনিয়ন

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : হতদরিদ্রের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চালের কার্ডে অনিয়ম ও হতদরিদ্রদের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের কার্ড দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনারুল আজিম আনুর বিরুদ্ধে। চালের কার্ডে অনিয়ম ও অসচ্ছলদের নাম বাতিলের অভিযোগে ভুক্তভোগীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। কুশদহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ১০ টাকা চালের কার্ডের জন্য চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন সংশ্লিষ্ট অনেককে বলেছি। তারা বলেছেন, আপাতত সুযোগ নেই। যারা পাকা বাড়ি করে আছে তারাই পাচ্ছে। আর আমাদের মতো প্রকৃত গরিবরাই এ সুবিধা পাই না। ইসমাইল হোসেন নামে আরেক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা হলে সবই সম্ভব। প্রকৃত গরিব-অসহায় মানুষের জন্য এই ১০ টাকার চাল না। ৩নং ওয়ার্ডের এক বৃদ্ধ বলেন, আমার কাছে এই ইউনিয়নের চৌকিদার ১ হাজার টাকা চেয়েছে। টাকা দিইনি বলে কার্ড করতে পারিনি। কুশদহ ইউনিয়নে অনেকেরই কার্ড বাতিল করে সচ্ছল ব্যক্তিদের দেয়ার অভিযোগ তোলেন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, মেম্বার-চেয়ারম্যানরা দুস্থদের নাম বাতিল করে সচ্ছলদের কার্ড দিচ্ছে। নাম জানাতে অনিচ্ছুক আরেকজন বলেন, আমরা দিনমজুরি করে সংসার চালাই। মেম্বার-চেয়ারম্যান একতরফা তালিকা তৈরি করায় ভূমিহীন, দিনমজুর ও হতদরিদ্র পরিবারগুলো বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তাদের। ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, কারো কাছে টাকা নেয়া হয়নি। অসহায়রাই কার্ড পাচ্ছে। চেয়ারম্যান বলছেন, ১০ টাকা চালের কার্ডের কোনো অনিয়ম হচ্ছে না। গরিব-দুঃখীরাই এ কার্ড পাচ্ছে। তবে টাকা নেয়া ও কার্ড বাতিলের বিষয়টি এড়িয়ে যান তারা। উপজেলা নির্বাহী অফিসার এম আশিক রেজা জানান, পুরনো কার্ডগুলো বাতিল করে অনলাইন করা হচ্ছে। তবে পুরনোদের মধ্যে যদি কারো কার্ড বাতিল হয়ে থাকে তারা যেন ইউএনও অফিসে যোগাযোগ করে। টাকার বিনিময়ে কার্ড করে দেয়া বা নেয়ার কোনো সুযোগ নেই। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়