স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

হোসেনপুর : চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে ৩ তিন দিন পর গতকাল সোমবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হোসেনপুর-ভালুকা সড়কের খুরশিদ মহল সেতু সংলগ্ন সংযোগ সড়কের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম নাসির উদ্দিন (৪৮)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
নিহতের বড় ভাই জালাল উদ্দিন জানান, নাসির উদ্দিন প্রতিদিন অটো চালিয়ে রাতে বাড়ি ফিরলেও গত শনিবার রাতে ফেরেনি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। কোথায় তার সন্ধান না পেয়ে পর দিন গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
নিহতের পরিবার বলছে, তার সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাত পৌনে ৮টার দিকে গফরগাঁও বাজারের জামতলা বাজার থেকে ৪-৫ জন যাত্রী নিয়ে আসার পর তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এর পর তাকে আর মোবাইল ফোনেও না পাওয়ায় তাদের মনে সন্দেহ দেখা দেয়। গফরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মজিদ রানা জানান, নাসির উদ্দিনের ১৪ বছরের একটি মেয়ে ও ছোট একটি ছেলে রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়