স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়া বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ শতাধিক পরিবারের মধ্যে বিনামূল্যে ৮শ ভেড়া বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল সোমবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব ভেড়া বিতরণ করা হয়। এর আগে উপজেলা হলরুমে সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম। তার অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভেড়া বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন, জেলা ট্রেনিং অফিসার ডা. সুশান্ত দাস ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মালেক প্রমুখ।

মেডিকেল ক্যাম্প

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বড়মানিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সামছুল আলম। এ উপলক্ষে এক আলোচনা সভায় সমিতির নির্বাহী কমিটির সদস্য রেজাউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়