স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

মিলেছে বিএনপির সমাবেশের অনুমতি : বরিশালে বাস ধর্মঘটের পর এবার থ্রি হুইলার বন্ধের ডাক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম.কে. রানা, বরিশাল থেকে : বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৪ ও ৫ নভেম্বর ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট আহ্বানের পর এবার একই সময়ে থ্রি হুইলার চলাচল বন্ধেরও ডাক দেয়া হয়েছে। বাস মালিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়ন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। এদিকে গণসমাবেশের অনুমতি নিয়ে ধোয়াশা সৃষ্টি হলেও শেষ মুহূর্তে অনুমতি মিলেছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক।
বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজিচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান (দুলাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল জেলার সকল রুটের থ্রি-হুইলার আগামী ৪ ও ৫ নভেম্বর বন্ধ রাখার জন্য সব মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই দুই দিন সব রুটের থ্রি-হুইলার গাড়ি বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। দাবিগুলো হলো- বরিশাল জেলা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কর্তৃক চালকদের হয়রানি বন্ধ, মেট্রোপলিটন এলাকায় নির্দিষ্ট পার্কিং এর যথাযথ ব্যবস্থা করা, মেট্রোপলিটন এলাকায় সব রুটে থ্রি-হুইলার গাড়ি চলাচলের ব্যবস্থা, গাড়ি ভাড়া বৃদ্ধি করে ভাড়ার চার্ট প্রদর্শন, সহজ শর্তে দ্রুত ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, শ্রমিক ইউনিয়ন ও মা?লিক স?মি?তি যৌথভা?বে এই সিদ্ধান্ত নিয়েছে। ৫ দফা দাবিতে ৪ ও ৫ ন?ভেম্বর সব ধর?নের থ্রি হুইলার চলাচ?লে ধর্মঘট ডাকা হ?য়ে?ছে। দাবি না মানা হ?লে ক?ঠোর আন্দোলনে যাওয়া হ?বে বলে জানান তিনি।
এর আগে গত ২৫ অক্টোবর মহাসড়কে তিন চাকার অবৈধ যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় বাস মালিকদের সংগঠন বরিশাল বাস মালিক গ্রুপ। জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, আগামী ৪ ও ৫ নভেম্বর তাদের ডাকা এ কর্মসূচির সঙ্গে বিভাগের বাকি ৫ জেলাসহ ফরিদপুর ও মাদারীপুর বাস মালিক সমিতিও একাত্মতা প্রকাশ করেছেন।
যদিও সবকিছু উপেক্ষা করে ৫ নভেম্বর বরিশাল জনসমুদ্রে পরিণত হবে বলে দাবি করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির। আর সমাবেশের স্থান ও অনুমতি নিয়ে ধোয়াশা সৃষ্টি হলেও গতকাল সোমবার দুপুরে নগরীর বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের অনুমতি মিলেছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি সভাপতি মনিরুজ্জামান ফারুক।
বিএন?পির কেন্দ্রীয় ক?মি?টির যুগ্ম মহাস?চিব ম?জিবর রহমান সরওয়ার ব?লেন, সরকার বাধা তৈরি করে এই সমা?বেশ?কে ঠেকা?তে পারবে না। জনসমু?দ্রে প?রিণত হ?বে সমা?বেশস্থল।
এদিকে বরিশালে বিএনপির গণসমাবেশ উপলক্ষে নগরীর অধিকাংশ আবাসিক হোটেলে ৪ ও ৫ নভেম্বরের সিট অগ্রিম বুকিং হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে আগেভাগেই শহরে অবস্থান নিতে হোটেলগুলোতে অগ্রিম সিট বুকিং দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়