স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

প্রতারণা মামলায় রসিক কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১১নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন লুতুকে (৩৫) প্রতারণা ও বালু উত্তোলন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে দুইটি গ্রেপ্তারি পরোয়ানামূলে মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি মহানগরের হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স দেয়ার কথা বলে তিনি টাকা নিয়েছিলেন। পরবর্তিতে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলা ছিল। দুটি মামলায় পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়