স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ : সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখল অজিরা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে গতকাল আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে অ্যারন ফিঞ্চের দল।
এদিকে জমে উঠেছে গ্রুপ ওয়ানের সেমির লড়াই। আয়ারল্যান্ডকে গতকাল ১০৪ বা তার নিচে অলআউট করতে পারলেই ইংল্যান্ডকে নেট রানরেটে (+০.২৩৯) পেছনে ফেলে দিত অস্ট্রেলিয়া। কিন্তু আইরিশরা তা হতে দেয়নি। তবে আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে অজিরা। তাদের পয়েন্ট এখন ৫। সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে নিউজিল্যান্ড। আইরিশরা এখন চারে। তিন পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড।
এ ম্যাচ দিয়ে বিশ্বকাপের ৮ বছরের আক্ষেপের অবসান হয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৪৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। এবারের আসরে এ নিয়ে দ্বিতীয় বার ম্যান অব দা ম্যাচ হয়েছেন ফিঞ্চ। সেই ২০১৪ সালে নিজের প্রথম বিশ্বকাপে এই স্বীকৃতি জিতেছিলেন তিনি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৭১ রানের ইনিংসের সুবাদে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৩ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে অষ্টমবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফিঞ্চ।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ওপেনার ডেভিড ওয়ার্নারের (৩) উইকেট হারায় অজিরা। তবে এরপর ফিঞ্চ ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে যোগ করেন ৫২ রান। ফিঞ্চ ফিফটির দেখাও পান। দলের সংগ্রহও ১৫০ পেরিয়ে যায় তাতে। ১৭তম ওভারে ম্যাকার্থির তৃতীয় শিকার হয়ে বিদায় নেন ফিঞ্চ। তবে বিদায়ের আগে অজি অধিনায়ক ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে জশুয়া লিটলের বলে আউট হন স্টয়নিস। টিম ডেভিড ১০ বলে ১৫ রান এবং ম্যাথু ওয়েড ৩ বলে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন। আইরিশদের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন মাকার্থি। দুই উইকেট জশুয়া লিটলের।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। একে একে আউট হন টপ অর্ডার থেকে মিডল অর্ডারের সব ব্যাটার। ৬৮ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘরে ছুঁতে পারেন মাত্র চার ব্যাটার। এর মধ্যে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই চালিয়ে যান আইরিশ অধিনায়ক লোরকান টাকার। শেষ পর্যন্ত ৪৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন আইরিশ ওপেনার। বল হাতে ইংল্যান্ডের প্যাট কামিন্স, গেøন মাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট তুলে নেন। বাকি উইকেট মার্কা স্টয়নিসের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়