স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

আগের সংবাদ

এসডিজি অর্জনে তিন চ্যালেঞ্জ : চারটি অভীষ্ট সঠিক পথে, ছয়টিতে উন্নতি, তিনটি অপরিবর্তিত, দুটির মূল্যায়নে উপাত্তে ঘাটতি

পরের সংবাদ

কুমিল্লার চান্দিনা : চাচার ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: নভেম্বর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় চাচার ঘুষিতে ভাতিজা ছফিউল্লাহ ছবু (৪৫) মারা গেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারে ওই ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ছফিউল্লাহ একই ইউনিয়নের মেহার গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। হামলাকারী চাচা অলিউল্লাহ (৩৫) একই বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘গত কয়েকদিন আগে আমার স্বামী বাড়ির পাশে কাঁচা রাস্তায় অটোরিকশা রাখে। এ নিয়ে আমার স্বামীর সঙ্গে অলিউল্লাহর ঝগড়া হয়। ওই ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যায় আমার স্বামী বদরপুর বাজারে গেলে তাকে ঘুসি মারেন অলিউল্লাহ। পরে আহতাবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল মাহমুদ পিয়াস জানান, ছফিউল্লাহ নামে ওই রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন বলেন, ‘হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারী সপরিবারে আত্মগোপন করায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়