মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : ফরহাদকে সরানো হচ্ছে, মুস্তাফিজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আগের সংবাদ

সব দলকেই নির্বাচনে চাই

পরের সংবাদ

হিজলায় তুচ্ছ ঘটনায় নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হিজলা (বরিশাল) প্রতিনিধি : হিজলায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত বাবা মা ছেলে ৩ জনই হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত ইউনুস সিকদারের ছেলে আবদুল হক সিকদার (৬২) তার স্ত্রী মতিনুর বেগম (৫০) এবং ছেলে মইন উদ্দিন (২০)।
চিকিৎসাধীন আবদুল হক সিকদার বলেন, গত কয়েকদিন পূর্বে আমার ছেলে সঙ্গে তার মাদ্রাসার সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়। বুধবার সকালে আমার ছেলে পরিষদে নতুন ভোটার হয়ে বাড়িতে ফিরে আসে। তখন তার ছেলের পিছু নিয়ে সহিদ ওহিদসহ সাকিল গ্রুপের ১৫/২০ জন আমাদের বাড়িতে প্রবেশ করে আতর্কিত হামলা চালায়। এ সময় আমি ও আমার স্ত্রী এগিয়ে আসলে আমাদেরও মারপিট করে গুরুতর আহত করে। হামলাকারী ওহিদের ভাই আবু বক্কর বলেন, এই হামলার সঙ্গে আমি কিংবা আমার ভাইয়েরা জড়িত নয়। তবে শুনেছি সাফিন ও সাকিলরা এ হামলা করছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এভাবে একটি বাড়িতে ঢুকে হামলা করা চরম অন্যায়। তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্কীকার করে বলেন, এ ঘটনায় সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়