মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : ফরহাদকে সরানো হচ্ছে, মুস্তাফিজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আগের সংবাদ

সব দলকেই নির্বাচনে চাই

পরের সংবাদ

বরিশাল জেলা পরিষদ নির্বাচন : সদস্য পদে আ.লীগের ২ প্রার্থীর লড়াই বাবুগঞ্জে

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) থেকে : আগামী ১৭ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৮১ জন প্রতিনিধি এই নির্বাচনে ভোটার। বরিশাল জেলার ৩ নম্বর ওয়ার্ড বাবুগঞ্জ উপজেলা। এ উপজেলায় সদস্য পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে। তারা হলেন- বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন আকন (হাতী প্রতীক) ও জেলা পরিষদের সাবেক সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ (তালা প্রতীক)। এদিকে এ নির্বাচনকে ঘিয়ে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান দুই নেতা উপজেলা আ.লীগ সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলন সরাসরি দুই প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। মো. জাহাঙ্গীর হোসেন আকন বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আবুল কালাম কলেজের ছাত্রলীগের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। সেই সঙ্গে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাই বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন তার পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলনের চাচাতো ভাই মো. মাইনুল হোসেন পারভেজ ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও পালন করেছেন রহমতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব। গত জেলা পরিষদ নির্বাচনে আবুল হাসানাত আবদুল্লাহর নির্দেশ উপেক্ষা করে এবং দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন পারভেজ। সদস্য পদে বিজয়ী হয়ে বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে কোথাও দৃশ্যমান কোনো উন্নয়নের আঁচড় পড়েনি। দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় অনেকটাই কোণঠাসা অবস্থায় তালা প্রতীকের প্রার্থী মাইনুল হোসেন পারভেজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়