মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : ফরহাদকে সরানো হচ্ছে, মুস্তাফিজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আগের সংবাদ

সব দলকেই নির্বাচনে চাই

পরের সংবাদ

নাটকীয় জয়ে শুরু বাংলাদেশের যুবাদের

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে গতকাল নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল দিনের প্রথম ম্যাচে ইয়েমেনের বিপক্ষে ৮-০ গোলে হেরে বাছাইয়ে যাত্রা শুরু করে ভুটান। গতকাল বাংলাদেশ ও সিঙ্গাপুর অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচে গোল হয়েছে তিনটি। সিঙ্গাপুরই তিনটি করেছে। একবার তারা বল পাঠিয়েছে বাংলাদেশের জালে, দুইবার নিজেদের জালে। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত জোড়া আত্মঘাতী গোলে হেরেছে সিঙ্গাপুরের কিশোররা।
ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা নাজিম উদ্দিনের শট পোস্ট ছেড়ে বেরিয়ে আসা আইজ্যাক লির গায়ে লেগে দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। নাজিম চিপ করলেও হতে পারত গোল। ৭ মিনিট পরই কাক্সিক্ষত গোল পেয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বাইরে থেকে নাজিম ক্রস বাড়ান বক্সে মিরাজুল ইসলামের উদ্দেশে। দলকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ব্রেইডেন গোহ।
পঞ্চদশ মিনিটে মিরাজুলের কোনাকুনি শট ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি গোলরক্ষক। ২০তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। জোনান টানের কাটব্যাক অধিনায়ক ইমরান খানের পায়ে লেগে পোস্টে ঢোকার মুখে হেডে বিপদমুক্ত করেন সিরাজুল ইসলাম রানা। বক্সের ভেতর থেকে ২৭তম মিনিটে মিরাজুলের প্লেসিং শট গোলরক্ষক আটকান, ব্যবধান দ্বিগুণের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। পরের মিনিটেই ১-১ এ সমতায় ফিরে সিঙ্গাপুর। মুহাম্মদ শাইজোয়ানের দূরপাল্লার শটে পরাস্ত সোহানুর রহমান। অনেকটা লাফিয়েও বলের নাগাল পাননি তিনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণে ধার ছিল না। ৭৩তম মিনিটে সুমনের পাসে বক্সে ঢুকে পড়া মিরাজের শট যায় বাইরে। শেষ দশ মিনিটে দফায় দফায় খেলা বন্ধ হয় বারবার সিঙ্গাপুরের খেলোয়াড়রা চোট পেয়ে মাঠ ছাড়তে থাকায়। ফলে রেফারি দ্বিতীয়ার্ধের যোগ করা সময় দেন ৮ মিনিট।
যোগ করা সময়ের শেষ মুহূর্তে দ্বিতীয় উপহার পায় বাংলাদেশ। রাতুলের থ্রো ইন ক্লিয়ার করতে হেড করেছিলেন সিঙ্গাপুরের এক খেলোয়াড়। কিন্তু তার ব্যাক হেড গোলরক্ষক আইজ্যাক লির হাত ফসকে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই গোলেই নিশ্চিত হয় পল স্মলির দলের ৩ পয়েন্ট।
ছেলেদের জয়ে আনন্দ মনে ফেরেন নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও। ম্যাচটি দেখতে কোচিং স্টাফ ও ক্যাম্পে থাকা মেয়েদের নিয়ে কমলাপুরে এসেছিলেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়