সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

সোনাইমুড়ীতে আসামিদের বাড়িঘর ভাঙচুর লুটপাট

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : সোনাইমুড়ীতে দেওয়ানি মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগি শাহ আলমের স্ত্রী জহুরা বেগম নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬নং আমলি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সোনাইমুড়ী থানাকে প্রয়োজনীয় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এজাহারে বলা হয়, উপজেলার চার নম্বর বারগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর ভূঁইয়াবাড়ীর শাহ আলমের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর গংয়ের জমির সিমানা নিয়ে বিরোধের জের ধরে আদালতে একটি মামলা চলছে। ওই মামলায় শাহ আলমের অন্য ভাইদের সঙ্গে গোপনে সমঝোতা করে জাহাঙ্গীর গং একটি আপসনামা নিয়ে গোপনে আদালত থেকে তাদের পক্ষে একটি রায় পান। বিরোধপূর্ণ সম্পত্তিতে উচ্ছেদের আদেশ নিয়ে পুর্বে এক বার উচ্ছেদ কার্যক্রম চালানোর চেষ্টা করা হলে সম্পত্তির সিমানা নির্ধারণ না থাকায় আদালতের লোকজন ফেরত যান। গত ১ সেপ্টেম্বর পুনরায় একই আদেশ নিয়ে ওই জায়গায় আদালতের নিয়োজিত কমিশন সীমানা নির্ধারণ না করে তার দালান ঘরে অতর্কিতে ভাঙচুর চালাতে থাকে। স্থানীয়রা বাধা দিলে আদালতের লোকজন চলে যায়। প্রশাসনের অনুপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসীরা শাহ আলমের ঘরে ঢুকে আলমারী টিভি ফ্রিজ, শোকেস ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধনসহ মোবাইল ফোন সেলাই মেসিন নগদ টাকা মিলিয়ে আরো পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শাহ আলমের স্ত্রী জহুরা বেগম আদালতে মো. জাঙ্গীর আলম, ফিরোজ আলম, বাবু, মো. জুয়েল, হারুনুর রশিদ চৌধুরী, নিলুফা আক্তার, দ্বীনু সুইটি আক্তারসহ মোট আট জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার এসআই বাধন চন্দ্র বলেন, মামলার তদন্ত চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়