সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

রহিমা নিখোঁজের মামলায় জামিন ৪ আসামির

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাবুল আকতার, খুলনা থেকে : খুলনায় রহিমা বেগমের কথিত অপহরণ মামলায় এজাহারভুক্ত ৪ আসামিকে জামিন দিয়েছেন খুলনা মহানগর দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে এ মামলার আসামি গোলাম রব্বানী, মহিউদ্দীন, রফিকুল ও জুয়েলের জামিনের নির্দেশ দেন বিচারক মাহমুদা খাতুন। তবে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম তারিক মাহমুদ তারা জানান, ৪ আসামির জামিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নি¤œ আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে দাখিল করি। শুনানি শেষে এজাহারভুক্ত ৪ আসামির জামিনের নির্দেশ দেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন।

গত ২৭ আগস্ট নগরীর মহেশ্বরপাশা এলাকার বাড়ির সামনে থেকে রহিমা বেগম নিখোঁজ হন- এমন অভিযোগ তুলে তার মেয়ে আদুরি আকতার বাদী হয়ে পরদিন দৌলতপুর থানায় অপহরণ মামলা করেন। এ মামলায় র‌্যাব-পুলিশ এজাহারভুক্ত ৫ জন ও সন্দেহের বশে রহিমা বেগমের বর্তমান স্বামী বেলাল হোসেনকে আটক করে। পরে ২৪ সেপ্টেম্বর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আদালত রহিমা বেগমকে তার মেয়ে আদুরি আকতারের জিম্মায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়