সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

ব্যাংক এশিয়া : মাছ চাষিদের জন্য আর্থিক সহায়তা বিষয়ক সভা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ব্যাংক এশিয়া সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলের ক্ষুদ্র মৎস্য চাষি এবং মাছ চাষে সহায়ক পণ্য ব্যবসায়ীদের ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান শীর্ষক প্রকল্পের উপর একটি মতবিনিময় সভার আয়োজন করে। ইউএসএআইডি ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ আকুয়াকালচার এন্ড নিউট্রিশন এ্যাক্টিভিটির (বিএএ) অর্থায়নে এবং ওয়ার্ল্ডফিশের ব্যবস্থাপনায় ব্যাংক এশিয়া দেশের দক্ষিণাঞ্চলে প্রকল্পটি সফলভাবে বাস্তাবায়ন করে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দাতা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন এবং দেশের মৎস্য খাতের উন্নয়নে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও কৃষি ঋণ বিভাগের প্রধান আবুল কালাম আজাদ সভায় প্রধান অতিথি ছিলেন। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, ইউএসএআইডি ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ আকুয়াকালচার এন্ড নিউট্রিশন এ্যাক্টিভিটি (বিএএ)-এর চিফ অব পার্টি ডক্টর মঞ্জুরুল করিম এবং সরকারের মৎস্য বিভাগের পরিচালক (ইনল্যান্ড) মিসেস শামীম আরা বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়