সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

বেসরকারি সংস্থায় নিয়োগের নামে ২ কোটি টাকা আত্মসাৎ : নাগেশ্বরী

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : নাগেশ্বরীতে আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে স্বপ্ন ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে ২ কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। টাকা ফেরতের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত সংস্থার পরিচালক আজিজার রহমান ২০১৭-১৮ ইং অর্থবছরে স্বপ্ন ফাউন্ডেশন স্কুলের নামে ৭৫ লাখ টাকার একটি চেক ও ৫৬ সেট বই দেখিয়ে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ভেন্যু নির্ধারণ করে কিছু বেকার যুবক-যুবতীকে চাকরির প্রলোভনে অফিসে ডাকেন। ২২ হাজার টাকা মাসিক বেতন দেয়ার কথা বলে সাতজন সুপারভাইজারের কাছে জনপ্রতি ১ লাখ টাকা হিসেবে মোট ৭ লাখ টাকা নেন। মাসিক বেতন ১৪ হাজার টাকা দেয়ার কথা বলে ৫৬ জন প্রধান শিক্ষকের কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার, মাসিক বেতন ১২ হাজার টাকা দেয়ার কথা বলে ২২৪ জন সহকারী শিক্ষকের কাছে ১ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, মাসিক বেতন ৬ হাজার টাকা দেয়ার কথা বলে ৫৬ জন আয়ার কাছ থেকেও আনুপাতিকহারে টাকা নেন। ক্লাস শুরু হয় ২০১৮ সালের ১ জানুয়ারি। এরপর ৪ মাস নিরবচ্ছিন্নভাবে ক্লাস চললেও কর্মরতদের কোনো বেতন দেয়নি কর্তৃপক্ষ। কোনো বৈধ অনুমোদন না থাকায় ওই বছরের এপ্রিল মাসে স্কুলগুলো বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার। এটি জানতে পেয়ে কর্মরতরা নাগেশ্বরীর সাতানীতে ওই সংস্থার কার্যালয়ে গিয়ে পরিচালকের কাছে তাদের ডোনেশনের টাকা ফেরত চান। তখন টাকা ফেরতের আশ্বাস দিলেও আজো ভুক্তভোগীরা তাদের তাদের টাকা ফেরত পাননি। এখন ওই অফিসেরও কোনো হদিস নেই। তাই ভুক্তভোগীরা টাকা ফেরতের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে।
প্রধান শিক্ষক আবু মোস্তফা কামাল, ইউসুফা আক্তার, আতাউর রহমান, হাশেম আলী, পেয়ারা খাতুন, আব্দুল কাইয়ুম, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, শাহিন আলম, মইনুল ইসলাম, রহিমা বেগম, সহিদুল ইসলামসহ অনেকেই বলেন, ভুয়া কাগজ দেখিয়ে আমাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা টাকা ফেরত চাই।
আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক আজিজার রহমান বলেন, স্বপ্ন ফাউন্ডেশন স্কুলে জনবল নিয়োগে কোনো টাকা পয়সার লেনদেন হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সংস্থাটির সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়