সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলায় নাজমুল হুদার বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

আগের সংবাদ

জাতীয় গ্রিড আধুনিকায়নে এবার গুরুত্ব দিন

পরের সংবাদ

জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নীলফামারী প্রতিনিধি : শান্তিরক্ষী বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত সেনা সদস্য জাহাঙ্গীরের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফুর রহমান। মা গোলেনুর বেগম বিছানায় কাতর হয়ে পড়ে আছেন। সদ্য বিবাহিত স্ত্রী শিমু আক্তার স্বামীর ছবি বুকে ধরে আহাজারি করছেন। শুধু পরিবার নয়, জাহাঙ্গীরের বাড়ির আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। গতকাল মঙ্গলবার সকালে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইলে জাহাঙ্গীরের ছোটভাই বাদশার কাছে তার মৃত্যুর খবর নিশ্চিত করার পর পরই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। মুহূর্তের মধ্যে পুরোগ্রামে জাহাঙ্গীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
গতকাল মঙ্গলবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিচালনার সময় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুইজন। তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।
নিহতদের মধ্যে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের লতিফর রহমানের ছেলে। লতিফর রহমানের পাঁচ ছেলের মধ্যে জাহাঙ্গীর চতুর্থ।
নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই সেনা সদস্য আবুজার রহমান জানান, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর। ১০ মাস আগে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষা মিশনে যান তিনি। গতকাল ভোর ৪টার দিকে (বাংলাদেশ সময়) মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তার ভাইসহ বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য প্রাণ হারান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়