বসতঘর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বছরজুড়েই ‘উন্নয়নে’র দুর্ভোগ : ভাঙাচোরা সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফাঁদ > নিত্যসঙ্গী তীব্র যানজট > সামান্য বৃষ্টিতেই জলজট

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ীতে পেট্রা কোম্পানির উদ্যোগে নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গ্রাম বাংলার দৃশ্য ও বাংলার লাল সবুজ পতাকা অঙ্কন ৩টি গ্রুপে ছাত্রছাত্রীদের বিভক্ত করে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে স্কুলের প্রায় ৩শত জন শিক্ষার্থী অংশ নেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবিনাশ চন্দ্র রায় ও সিনিয়র শিক্ষক আবুল আসাদ শাহ্ মো. ফরহাদ। এ সময় পেট্রা কোম্পানির বিভিন্ন পর্যায়ের মার্কেটেং অফিসাররা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : শহরের ঘাসিপাড়া এফপিএবি হলরুমে গতকাল রবিবার সকালে ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বাস্তবায়িত নিবন্ধিত ৪৭টি সংস্থার মাঝে ২০ হাজার টাকা করে ৯ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ইকবালুর রহিম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

আর্থিক সহায়তা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ক্যান্সার আক্রান্ত ফরহাদের চিকিৎসার জন্য ৬৮ হাজার ৫শত টাকা আর্থিক সহায়তা দিল ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠন। গতকাল রবিবার সকালে ছাগলনাইয়া কলেজ রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে চেক হস্তান্তর অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রবাসী জনকল্যাণ সংগঠনের সংগঠক সাখাওয়াত হোসেন, এমদাদুল হক খোকন, সদস্য জাহিদুল হক মজুমদার রনি, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, ফরহাদের পিতা আবুল কালাম, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আমির হোসেন, সংগঠনের সদস্য ইকবাল হাসান, রফিক আহমেদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়