বসতঘর থেকে মা ও ২ শিশু সন্তানের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

বছরজুড়েই ‘উন্নয়নে’র দুর্ভোগ : ভাঙাচোরা সড়কে সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির ফাঁদ > নিত্যসঙ্গী তীব্র যানজট > সামান্য বৃষ্টিতেই জলজট

পরের সংবাদ

শিক্ষা অফিসারের দুর্নীতির প্রতিকার চেয়ে মানববন্ধন : সুন্দরগঞ্জ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন উর রশিদের দুর্নীতির প্রতিকার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় পুরাতন উপজেলা চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষক পরিবারের সাবেক সভাপতি নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি রাশেদুল আকতার জ্যেতি, সহকারী শিক্ষক রেজাউল আলম, সহকারী শিক্ষক ও ভুক্তভোগী আতাউর রহমান, মাসুদা বেগম, রহিমা বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন বক্তারা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুর উর রশিদ তার অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক গং এর যোগসাজশে ৭ জন শিক্ষকের জমাকৃত জিপিএফ এর ৯ লাখ ১৯ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক স্বপ্না রানী রায়ের জিপিএফ একাউন্ট নম্বর থেকে ২ লাখ ৬৪ হাজার টাকা, রহিমা বেগমের ২ লাখ ৫৯ হাজার, আতাউর রহমানের ৭০ হাজার, শামছুন্নাহার বেগমের ৭০ হাজার, মাসুদা বেগমের ১ লাখ, হাজেরা বেগমের ৬৬ হাজার, আনিছুর রহমান ৯০ হাজার টাকা তুলে নেয়া হয়। মোট ৯ লাখ ১৯ হাজার টাকা জালিয়াতি করে আত্মসাৎ করায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান শিক্ষকরা। এরপর শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফের কাছে স্মারকলিপি দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়