মৎস্যমন্ত্রী : দেশের কোথাও আর মাছের আকাল হবে না

আগের সংবাদ

তিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে আ.লীগ : রাজপথের দখল নিশ্চিত করা > মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন সম্পন্ন করা > তৃণমূলকে ঐক্যবদ্ধ করা

পরের সংবাদ

টেলি তারকাদের পূজার প্ল্যান

প্রকাশিত: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কলকাতার পূজা মানেই শহরজুড়ে ঢাকের আওয়াজ, চোখ ধাঁধানো মণ্ডপসজ্জা, রাস্তার দুধারজুড়ে তেলেভাজার স্টল আর ঠাকুর দেখার ধুম! জেনে নিন ছোটপর্দার অভিনেত্রীরা কে কোথায় পূজায় সময় কাটাচ্ছেন

পূজা উদ্বোধন করে বাড়ি চলে যাব : তিয়াসা
কর্মসূত্রে শহর কলকাতাই তার বর্তমান ঠিকানা। তবে উৎসবের দিনগুলোতে নিজের জায়গায় ফিরে যান তিয়াসা। শহুরে জাঁকজমক থেকে দূরে কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। নতুন ধারাবাহিকের কাজ শুরু। শুটিং ফ্লোরেই দিন কেটে যাচ্ছে তার। তার সঙ্গেই নতুন বাড়ি সাজিয়ে তোলার ব্যস্ততা। সব মিলিয়ে দম ফেলার ফুরসত কোথায়! তবে কি পূজার চারটে দিনও এ ভাবেই কাটিয়ে দেবেন ‘কৃষ্ণকলি’? প্রশ্ন শুনেই তার উত্তর, ‘একেবারেই না! পঞ্চমী পর্যন্ত কয়েকটা পূজা উদ্বোধন করব। তার পরেই সোজা বাড়ি। গোবরডাঙায় পারিবারের সবার সঙ্গে চারটে দিন হইহই করব।’ কর্মসূত্রে শহর কলকাতাই তার বর্তমান ঠিকানা। তবে উৎসবের দিনগুলোতে নিজের জায়গায় ফিরে যান তিয়াসা। শহুরে জাঁকজমক থেকে দূরে কাছের মানুষদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। তার কথায়, ‘আমি আগাগোড়াই মাটির কাছাকাছি থাকতে ভালোবাসি। পূজার সময় নিজের জায়গায় যাব না? পারিবারের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে একটা আলাদা আনন্দ আছে।’
পেশার তাগিদে সারা বছর খাওয়া-দাওয়ায় লাগাম টানতে হয়। তবে পূজার সময় ছাড় পাওয়া যায় কিছুটা। আর তখনই ইচ্ছামতো পদ দিয়ে চলে রসনাতৃপ্তি। অভিনেত্রী বললেন, ‘আমার ট্রেনারের কথামতো পূজায় সারা দিন ফল খেয়ে কাটাব। আর রাত হলেই মন ভরে বিরিয়ানি খাব। ওই একটা জিনিস ছাড়া আমার একদম চলবে না!’ কলকাতায় নতুন ফ্ল্যাট কিনেছেন তিয়াসা। আপাতত নতুন বাসস্থানকে সাজিয়ে তুলছেন মনেরমতো করে। পাশাপাশি চলছে ধারাবাহিকের কাজ। সব সামলে পূজার কেনাকাটার সময় কোথায়! অবশ্য তা নিয়ে আফসোস নেই তার। তিয়াসার কথায়, ‘আমার সাজ নিয়ে এখন আর ভাবছি না। নতুন বাড়িটাকে মনেরমতো করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। আপাতত দিন গুনছেন তিয়াসা। পঞ্চমীর রাতেই রওনা দেবেন গোবরডাঙার উদ্দেশ্যে। কাছের মানুষদের নিয়ে হইহই করে কাটাবেন পূজার ক’টা দিন।

পূজায় আলাদা করে কিছু কিনিনি : ঊষসী
কিছু দিন আগেই ওয়েব সিরিজের শুট শেষ করেছেন। আপাতত নতুন কাজের লুক সেটের ব্যস্ততা। দম ফেলার ফুরসত নেই! তবে পূজার চারটে দিন বরাদ্দ থাকবে নিজের জন্য। তেমনই জানালেন ঊষসী রায়। পূজায় রাজ্যের বাইরে থাকবেন ঊষসী। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাবেন পাহাড়ের কোলে। আপাতত তারই গোছগাছ চলছে। অভিনেত্রীর কথায়, ‘২০১৯ সালে আমি শেষ বেড়াতে গিয়েছি। কোভিডের কারণে মাঝের দুটো বছর কোত্থাও যাওয়া হয়নি। এবার যখন সুযোগ পেলাম, তখন ঘুরেই আসি।’
ঊষসী বলে, আমি পঞ্চমী পর্যন্ত কলকাতায় থাকব। মহালয়া থেকেই যা দেখছি, মনে হচ্ছে, ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছি। পূজাতে কলকাতায় যেমন আনন্দ হয়, তেমনই এত ভিড়, যানজটের কারণে অনেক অসুবিধার মুখেও পড়তে হয়। দুবছর তো এখানেই থাকলাম। এ বার একটু পাহাড়ে যাই।’ আর কেনাকাটা? হেসে উঠে ঊষসী বললেন, ‘সারা বছর ধরেই আমি প্রচুর কেনাকাটা করি। পূজায় তাই আলাদা করে কিছু কিনতে হয় না। তবে পাহাড়ে যাওয়ার জন্য খুঁটিনাটি কিছু জিনিস প্রয়োজন। সেগুলো কিনেছি।’ কয়েক বছর আগে পর্যন্ত পূজায় ঊষসীর গন্তব্য ছিল তার দেশের বাড়ি। উৎসবের দিনগুলো কাটত পারিবারের সঙ্গেই। তাই পূজার প্রেমটাই নাকি আর হয়ে ওঠেনি। তার কথায়, ‘কলেজে উঠেও আমি মা-বাবার সঙ্গে দেশের বাড়ি যেতাম। সেকেন্ড ইয়ারে জেদ করে বন্ধুদের সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলাম। তখন ওই চোখাচোখিটুকুই হয়েছিল। এর বেশি আর কিছু এগোয়নি।’ পঞ্চমী পর্যন্ত কলকাতা শহরে থাকছেন ঊষসী। তার পরেই পাহাড়ে হারিয়ে যাওয়ার পালা পর্দার কাদম্বিনীর।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়