জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

সরকারবিরোধী লাইভ : মেজর দেলোয়ারকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী লাইভ অনুষ্ঠান প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পলাতক আসামি মেজর (অব.) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে দেলোয়ারের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন আদালত।
এছাড়া আগামী ১ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
অন্যদিকে এ মামলায় গত ২৭ আগস্ট গ্রেপ্তার আরেক আসামি লাইভ অনুষ্ঠানের সঞ্চালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে গতকাল কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামীম আল মামুন ভোরের কাগজকে এসব তথ্য জানান।
এর আগে ২০২০ সালের ১১ অক্টোবর নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেজর দেলোয়ার ও খাদিজাতুল কুবরাকে আসামি করে মামলা দায়ের করেন উপপরিদর্শক খাইরুল ইসলাম। এজাহারে বলা হয়, বাদী ২০২০ সালের ১১ অক্টোবর মেজর দেলোয়ার হোসেনের ইউটিউব চ্যানেলে ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ ওয়াজ লাইভ’ শিরোনামে এক ভিডিও দেখতে পান।
সেখানে সঞ্চালক খাদিজাতুল কুবরার উপস্থাপনায় মেজর দেলোয়ার তার বক্তব্যে বাংলাদেশের বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাতের বিভিন্ন নির্দেশনা প্রদান করে বলেন, ‘আমরা শিগগিরই গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে নতুন দেশপ্রেমিক সরকার আনব।
৭ নভেম্বর সিপাহী বিপ্লবের দিনই এই তাবেদার সরকারের পতন ঘটানো হবে।’ এরপর মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৬ মে আদালতে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়