জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

মেয়রকে কটূক্তির প্রতিবাদ : চসিক সিবিএর মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতির কটূক্তির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামালখান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগ (সিবিএ)। বিজ্ঞপ্তি।
সমাবেশে বক্তারা বলেন, করদাতা সুরক্ষা পরিষদের নামে কিছু কুচক্রী মহল সিটি করপোরেশনকে নগরবাসীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। মেয়র কোনো ব্যক্তিবিশেষ নয়, মেয়র হলো প্রতিষ্ঠান। করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি সিটি মেয়রকে উদ্দেশ্য করে যে অশালীন ভাষা ব্যবহার করেছেন তা সুস্থ্য মানুষের বক্তব্য হতে পারে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।
সিবিএ সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল নেতা এডভোকেট মাহফুজুর রহমান খান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার উদ্দিন, মানবাধিকার কর্মী কাণিজ ফাতেমা, চসিক সিবিএ সিনিয়র সহসভাপতি জাহিদুল আলম চৌধুরী, সহসভাপতি মো. ইয়াছিন চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল মাসুদ, অর্থ সম্পাদক মো. তারেক সুলতান, আইন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী, সহপ্রচার সম্পাদক রতন চৌধুরী, সহদপ্তর সম্পাদক সৈয়দ ওয়ালিদুল আজীম (সোহেল), সহক্রীড়া সম্পাদক কল্লোল দাশ বাপ্পী, চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে আবু তাহের, সাজু মহাজন, জাহিদুল ইসলাম জমার্দ্দার, অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের মো. সালাউদ্দিন, ফজলুল হক, খোকন বণিক, লাইসেন্স ইনিসপ্টের এসোসিয়েশনের পক্ষে পাভেল, নিজাম উদ্দিন, সিবিএ কার্যকরি সদস্য মো. শফি, যোগেশ দাশ, দিলাবর, শেখ জালাল, জাকির হোসেন, আনোয়ার হোসেন, তপন দাশ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়