জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

ফুলবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ মধ্যদিয়ে ইউনিয়ন পর্যায়ে ৩য় ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী, লালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী জানান, পৌরসভা এলাকার ভোটার তালিকা হালনাগাদ শেষের পর ইউনিয়ন পর্যায়ে ৩য় ধাপে খয়েরবাড়ী ইউনিয়নে নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম শুরু হলো। এবার খয়েরবাড়ী ইউনিয়নে ১ হাজার ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় হালনাগাদ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাদারগঞ্জে মৎস্যজীবী
লীগের ত্রিবার্ষিক
সম্মেলন
মাদারগঞ্জ (জামালপ) প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চরপাকেরদহ ইউনিয়নের আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক ফরিদুল ইসলাম স¤্রাট। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাবিবুর রহমান সুরুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমত্যুাহ রিমু, সাংগঠনিক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সরদার বদরুল আলম। পরে দ্বিতীয় অধিবেশনে ফরিদুল ইসলাম স¤্রাটকে সভাপতি ও রঞ্জু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়