জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা ২ অক্টোবর

আগের সংবাদ

ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ায় যুক্ত : প্রেসিডেন্ট পুতিনের আনুষ্ঠানিক ঘোষণা, অবৈধ বলছেন ন্যাটো নেতারা

পরের সংবাদ

পরিবর্তন আসছে পাবলিক পরীক্ষার প্রশ্ন ব্যবস্থাপনায়

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : চলমান এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঠেকাতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। তবে, প্রশ্ন ব্যবস্থাপনায় কী পরিবর্তন আনা হচ্ছে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, ‘এসএসসির প্রশ্নফাঁসের যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা এড়াতে প্রশ্ন ব্যবস্থাপনা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তা করা হচ্ছে। কিন্তু পদ্ধতিতে কী পরিবর্তন আনা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’
তিনি আরো বলেন, ‘আমরা বেশ কয়েকটি পদ্ধতির বিষয়ে চিন্তা করছি। অন্য বোর্ড চেয়ারম্যানরাও বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এরপর বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করা হবে। তারপর সিদ্ধান্ত হবে।’
প্রশ্ন ব্যবস্থাপনা পদ্ধতি কীভাবে বদলাবে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আগামী শনিবার আমাদের এসএসসির লিখিত পরীক্ষা শেষ হচ্ছে। এরপর এইচএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। এসএসসি শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে কীভাবে প্রশ্ন ব্যবস্থাপনা বদলাচ্ছে তা বলা যাচ্ছে না। কারণ আমার একার পরিকল্পনায় নয়, কমিটির সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়