আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

নুহাশের যুক্তরাষ্ট্রভিত্তিক কাজ দেখতে পারবেন না দেশের দর্শকরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নুহাশ হুমায়ূনের নির্মিত কন্টেন্ট এবার প্রচার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে। নাম ফরেনার্স অনলি। নুহাশ জানান, ১ অক্টোবর কন্টেন্টটি প্রকাশ পাবে হুলুতে। নুহাশ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কন্টেন্টের পোস্টার শেয়ার করেছেন। এর মূল চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার। আরো আছেন রেবেকা নুসরাত আলী, সুভাশীষ ভৌমিক, কাজী তৌফিকুল ইসলাম ইমন, সৈয়দ তসলিমা হোসেন নদী ও জেমি প্যাটিনসন। নুহাশ জানান, হরর-থ্রিলার ঘরানার কন্টেন্ট এটি। যার শুটিং হয়েছে জুন-জুলাইয়ের দিকে। তিনি নিশ্চিত করেছেন যে, এটি কোনো ওয়েব সিরিজ না, এক পর্বের একটি কাজ। নুহাশ বলেন, ‘কাজ করে খুবই ভালো লেগেছে। হুলুও কাজটি পছন্দ করেছে। যখন আমি কাজটি পিচ করেছিলাম, তখন থেকেই তারা কাজটি করার জন্য উৎসাহী ছিল। পিচ করার পরদিনই আমি গল্পটি নিয়ে কাজ করার অনুমতি পেয়ে যাই। কাজটি করে মনে হয়েছে, আমরা গুড এনাফ।’
নুহাশ এও জানান কন্টেন্টে চরিত্রের মুখে বাংলা ও ইংরেজি ভাষা শোনা যাবে। ১ অক্টোবর হুলুতে প্রকাশ পেলেও দেশের দর্শকরা এটা দেখতে পাবেন পরে। ভিপিএন ব্যবহার করে দেখা যেতে পারে বলে জানান নুহাশ। ফেসবুকে নুহাশ পোস্টার শেয়ার করার পাশাপাশি কিছু কথাও লিখেছেন। যেখানে তিনি আরো অনেক কথার সঙ্গে জানিয়েছেন, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কেন আমরা নিজেদের চেয়েও বিদেশিদের বেশি গুরুত্ব দিই, ফরেনার্স অনলি-এ প্রশ্নসহ আরো কিছু প্রশ্ন তুলবে। এর উত্তর আমরা পছন্দ নাও করতে পারি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়