আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

তালতলীতে মাদ্রাসা অধ্যক্ষের নিয়োগ বাণিজ্য!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) থেকে : তালতলীতে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার তালতলী ছোটভাইজোড়া ছালেহিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ২টি, অফিস সহকারী কাম-হিসাব সহকারী ১টি ও নৈশ প্রহরী ১টি পদ শূন্য রয়েছে। শূন্য থাকা ৪টি পদের ১টিতে অধ্যক্ষের স্ত্রীকে নিয়োগ দেয়াসহ ৩টি পদে নিয়োগ দেয়ার জন্য প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মো. ছালেহ। ঘটনাটি জানাজানি হলে গোপনে অখ্যাত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রায় ২০ দিন আগে থেকেই অধ্যক্ষ ছালেহ গাঢাকা দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ামতে, গত ২৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মহাপরিচালক কে, এম, রুহুল আমীনের স্বাক্ষরিত এক চিঠিতে ডিজির প্রতিনিধি হিসাবে সহকারী পরিচালক (প্রশাসন) মাহফুজা ইয়াসমিন ছিলেন। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম বলেন, মাদ্রাসার গভর্নিং বডিতে অধ্যক্ষ বাদে ৫ জন সদস্যের মধ্যে ৪ জনই এ নিয়োগের কোনো খবর জানিনা। রেজ্যুলেশন বহিতে নিয়োগ সংক্রান্ত কোনো রেজ্যুলেশন হয়নি। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. আলী আকবর হাওলাদার মোবাইল ফোনে বলেন, এবারে সভাপতি হওয়ার পরে নতুন নিয়োগের জন্য কোন রেজ্যুলেশন বইয়ে স্বাক্ষর দিইনি। নিয়োগের ব্যাপারে অধ্যক্ষ সাহেব কোনো আলোচনাও করেনি, সভাও ডাকেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়