আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

আগের সংবাদ

নতুন মাথাব্যথা ‘হিজরত’! : আফগানিস্তানে তালেবান সাফল্যে উজ্জীবিত আইএস অনুসারী আনসার আল ইসলাম বাংলাদেশে সক্রিয়

পরের সংবাদ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে নানা কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সারাদেশ ডেস্ক : ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শামীম আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি (সনাক) রনেন রায়, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারায়জি রফিক আহমেদ বাবন, দুপ্রক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ (অব.) আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ সুবিদকুমার মৈত্র প্রমুখ। এর আগে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে নাটোর প্রেস ক্লাব চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়।
মাগুরা : সকাল ১০টায় কালেক্টরেট চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদ। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : র‌্যালি নিয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে সমবেত হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রজত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান কে এম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যার শেখ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ রায় ও ক্যাব সভাপতি কবীর হোসেন, সাংবাদিক মিয়া রাকিবুল ইসলাম প্রমুখ।
তারাকান্দা (ময়মনসিংহ) : দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প:প: কর্মকর্তা ফরাজি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম (মনঞ্জু), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম, কৃষি স¤প্রসারণ অফিসার কাউসার আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মণ্ডল প্রমুখ।
মতলব উত্তর (চাঁদপুর) : দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মো. মানিক মিয়া প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী এ এন এম সুলতানুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মো. নাদিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক কাউম বিশ্বাস, ছাত্র আল আমিন প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) : সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসসাদিকজামান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহদাৎ হোসেন, তথ্য আপা সোহা তামান্না প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তারা।

মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসন দুপুর ১২টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে ও প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক এডভোকেট শাহনাজ প্রমুখ।
গুরুদাসপুর (নাটোর) : বেলা ১১টায় উপজেলা মিলনায়তের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খ ম জাহাঙ্গীর, আনসার ভিডিবি কর্মকর্তা খুশি খাতুন, মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা সাংবাদিক নেতারা নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়