সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

রাজনীতির সঙ্গে কৃষিতেও সমান মনোযোগী কামরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আব্দুল কুদ্দুস, কুলাউড়া (মৌলভীবাজার) থেকে : কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসম কামরুল ইসলাম পেশায় মূলত কৃষক। পরিবার, রাজনীতি, জনসেবা এসব ব্যস্ততার মধ্যেও মিশ্র ফল ও সবজি বাগান এবং মৎস্য খামার গড়ে তুলেছেন তিনি। তার বাবা কুলাউড়ার সাবেক এমপি মরহুম আব্দুল জব্বারও কৃষিকাজে ছিলেন প্রবল আগ্রহী। বাপ-দাদার পৈতৃক জমিতে কামরুল ইসলাম গড়ে তুলেছেন ‘আয়েশা এগ্রো এন্ড ডেইরি’ নামে একটি সমন্বিত খামার।
সরজমিন কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের আলালপুর গ্রামে গেলে কথা হয় আসম কামরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ২০০৬ সাল থেকে বাড়ির পাশে পৈতৃক সম্পদ প্রায় ১৬ বিঘা জমিতে তিলে তিলে গড়ে তুলেছেন ‘আয়েশা এগ্রো এন্ড ডেইরি’ নামে একটি সমন্বিত খামার বাড়ি। আরো ১৫ বিঘা জমিতে আধুনিক কৃষি পদ্ধতিতে বিভিন্ন দুর্লভ ও উন্নত জাতের ধান চাষ করেছেন। রয়েছে একটি গরুর খামার। এই প্রকল্পের মাধ্যমেও তিনি লাভবান হচ্ছেন। দেখা যায়, ছোট-বড় সাতটি পুকুরে গড়ে তুলেন মৎস্য খামার। পুকুরের চার পাশে রয়েছে দেশি ও ভিয়েতনামি নারিকেল, সব জাতের কলা, লেবু, থাই পেয়ারা, বাউকুল, আপেল, কুলবরই, থাই পেঁপে, হাঁড়ি ভাঙ্গা ও আম্রপালি, বারি ২, ৩, ৪ আম, দার্জিলিং কমলা ও মাল্টাসহ নানা জাতের ফলের বাগান। রয়েছে গ্রীষ্ম ও শীতকালীন শাক-সবজির বাগান। প্রতিবছর শিম, আলু, লাউ, শসা, পুঁইশাক, উন্নত টমেটো, বেগুন, ব্রুকলি, লেটুস, ক্যাপসিকাম, মিষ্টি কুমড়া, সরিষা, মরিচ, করলা, বরবটি, ভেন্ডিসহ সব প্রকার সবজির বাম্পার ফলন হয়। তাছাড়াও উন্নত জাতের ধানের মধ্যে চিনিগুড়া, কালিজিরা, ডায়বেটিক ধান, কালোধান, কালোচাল, চিকনসাইল, গাজী ২৮ ও গাজী ২৯ ধান চাষেও তিনি সফল।
ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি কামরুল ইসলামের আগ্রহ। পিতা সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের আজীবন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও একজন সফল কৃষক। দাদা আব্দুল মজিদের বিশাল কৃষি খামার আব্দুল জব্বার দেখাশোনা করতেন। কামরুল ইসলাম বলেন, এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অনেক পদের অধিকারী হয়েও সময় সুযোগ পেলেই আব্বা কৃষিকাজে নেমে পড়তেন। পারিবারিক ঐতিহ্য ধরে ২০০৬ সাল থেকে আসম কামরুল রাজনীতির পাশাপাশি কৃষিকাজে মনোনিবেশ করেন। তিনি বলেন, এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। নিজেও প্রতিদিন ২-৩ ঘণ্টা কাজ করে তৃপ্তি পাই। নিজের চাহিদা পূরণ করে উৎপাদিত ফসলের বাকিটা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেই।

এই সমন্বিত খামার থেকে বছরে অনেক লাভবান হচ্ছি। পরিসর আরো বড় হলে বাণিজ্যিকভাবে অর্গানিক সবজি, মাছ ও ফল বাজারজাতকরণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, জনপ্রতিনিধি থাকার সুবাদে যুক্তরাজ্য, অস্টেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ সফরকালে গ্রিনহাউস ও বিভিন্ন আধুনিক কৃষিখামার পরিদর্শন করেন। ভবিষ্যতে তার খামার বাড়িতে গ্রিনহাউস প্রকল্পের মাধ্যমে আধুনিক কৃষির পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়